সৌমেন ভট্টাচার্য: ফের স্যুটকেসবন্দি দেহ উদ্ধার। এবার বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে স্যুটকেসের মধ্যে উদ্ধার দেহ। এদিন সকাল ৮টা নাগাদ একজন খবর কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি স্যুটকেস দেখতে পান। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় থানাতেও। খবর পেয়ে আসে পুলিস। পুলিস এসে স্যুটকেস খুলতেই চক্ষু থ! দেখা যায়, ওই স্যুটকেসের মধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ!
ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নর্দমায় আবর্জনার সঙ্গেই পড়েছিল ট্রলি ব্যাগটি। পুলিস সূত্রে খবর, মৃতা ওই যুবতীর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ওই যুবতীর পরনে ছিল সালোয়ার কামিজ। খোলা চুল। তবে ওই যুবতীর মুখ ব্রাউন টেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।
পুলিসের প্রাথমিকভাবে অনুমান, খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার সূত্র খুঁজছে পুলিস। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই আহিরীটোলায় এরকমই একটি ট্রলিব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার দেহ। সেই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার বাগুইআটিতে উদ্ধার স্যুটকেসবন্দি দেহ।