‘এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়’, ধরনায় বসা চাকরিহারাদের বার্তা ব্রাত্যর
প্রতিদিন | ২২ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে ধরনায় চাকরিহারারা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বললেন, “এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়।” তিনি স্পষ্টভাবে বললেন, “আইনি পথেই যা করার করা হবে।” নিশানা করলেন বিরোধীদেরও। বললেন, “কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমরা আপনাদের জন্যই কাজ করে চলেছি।”
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সোমবার রাত থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। রাতভর চলে ধরনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বললেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চাকরিহারাদের পাশে রয়েছেন। কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমরা সুপ্রিম কোর্টে হেরেছি। কিন্তু জিতল কারা? আপনারা সেটা ভাবুন। আমরা কাজ করে চলেছি। সুপ্রিম কোর্টে বিষয়টা এখনও বিচারাধীন। আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায়।” ব্রাত্য বললেন, “আপনারা নিজেদের কাজে ফিরুন, আমাদের কাজ করতে দিন। শিক্ষাদপ্তরেও মহিলা কর্মীরা রয়েছেন। মাধ্যমিকের খাতা দেখা চলছে।”
এরপরই আবারও ব্রাত্য মনে করিয়ে দিলেন, চাকরিহারাদের পাশে একমাত্র রাজ্য সরকারই আছে। বললেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা আদালতে গিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্তরা কাজ করতে পারবেন। বেতনও পাবেন। বাকি দায়িত্বটাও আমাদের। তবে আইনি পরামর্শ ছাড়া কিছু করা হবে না। সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি।” তিনি চাকরিহারা বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়ে বললেন, আপনাদের জন্যই এসএসসি লড়ছে। সরকারই পাশে আছে। তারপরও ঘেরাও চলছে। সরকারের উপর ভরসা রাখুন। জলঘোলা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না।”