মঙ্গলবার সকালে মা পুষ্পলতাদেবী ও স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দক্ষিণেশ্বরে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুজো দেন নবদম্পতি। এরপরই সাংবাদিকদের জানান, রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়েছেন। প্রার্থনা করেছেন, যাতে সকলে ভালো থাকেন। যাতে দিলীপবাবু নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। তবে এদিনও চাকরি বাতিল ইস্যুতে সুর চড়িয়েছেন দিলীপ ও তাঁর স্ত্রী। তাঁদের কথায়, “চাকরিহারাদের ধরনা বলুন, আর সরকারের সঙ্গে আলোচনা। কোনওটাই ফলপ্রসূ হবে না। এর কোনও সমাধান নেই। আদালত নির্দেশ দিয়েছে। আদালতেই সমাধান বেরোবে। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। ১৮ হাজার চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই।” পাশাপাশি বাংলায় বিজেপি সরকার গঠন করবেই, এদিন ফের সেকথা শোনা গেল দিলীপ-রিঙ্কুর গলায়।
উল্লেখ্য, গত শুক্রবার চার হাত এক হয়েছে। ‘হ্যাপিলি সিঙ্গেল’ থেকে ‘মিঙ্গেল’ হয়েছেন দিলীপ ঘোষ। দলেরই মহিলা কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্কেই মন দেওয়া-নেওয়া থেকে শুভ পরিণয়। গতকাল, সোমবার স্ত্রীকে নিয়ে ইডেনে আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ। মঙ্গলবার নবদম্পতির দেখা মিলল দক্ষিণেশ্বরে।