• MLA-র চশমার দাম ৬৫,০০০! হতবাক মুখ্যমন্ত্রী কথা বললেন অধ্যক্ষের সঙ্গে, তারপরই…
    হিন্দুস্তান টাইমস | ২২ এপ্রিল ২০২৫
  • চশমার দাম নাকি ৬৫ হাজার টাকা! তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কারণ, সেই চশমা যিনি কিনেছেন বা তৈরি করিয়েছেন বলে জানা যাচ্ছে, তিনি নাকি আদতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরই কোনও এক বিধায়ক। মুর্শিদাবাদ জেলা থেকে তিনবার ভোটে জিতে বিধায়ক হয়েছেন। এবং বিধায়ক হিসাবেই স্বাস্থ্য পরিষেবার জন্য 'তাঁর প্রাপ্য' অর্থ পেতে বিধানসভার সচিবালয়ে জমা দিয়েছেন ৬৫ হাজারি চশমার বিল!

    সেই বিল দেখে কী করণীয় তা বুঝে উঠতে পারেননি সচিবালয়ের কর্মী ও আধিকারিকরা। ফলত তাঁরা সেটি বিবেচনা করে দেখার জন্য পাঠিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে। ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শোনা যাচ্ছে, তিনি নাকি কৌতূহলবশতই সেই চশমার দাম জানতে চেয়েছিলেন। আর তা শুনেই রীতিমতো চমকে যান রাজ্যের প্রশাসনিক প্রধান তথা শাসকদলের সুপ্রিমো।

    আনন্দবাজার ডট কম অনুসারে - এই ঘটনা ঘটেছিল গত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে - যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন। ৬৫ হাজারি চশমার কথা জানামাত্র বিষয়টি মমতা আরও বিশদে খোঁজখবর নেন। অধ্যক্ষের কাছে জানতে চান, এই যে বিধায়কদের স্বাস্থ্য খাতে খরচের টাকা দেওয়া হয়, তা নিয়ে কোনও সমস্যা হয় কিনা, কিংবা এক্ষেত্রে কোনও খরচের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা যায় কিনা ইত্য়াদি।

    খবরে প্রকাশ, বিধায়কদের মেডিক্যাল বিলে 'অসঙ্গতি' বা 'অত্যধিক খরচ' নতুন কোনও ঘটনা নয়। মাঝেমধ্য়েই এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় সচিবালয়কে। আর তখনই তারা দ্বারস্থ হয় স্পিকার বা অধ্যক্ষের। ৬৫ হাজারি চশমার বিলও তেমনই একটি বিড়ম্বনা।

    দাবি করা হচ্ছে, এই সবটা জানার পরই এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে জরুরি আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তাতে ঠিক করা হয়, এভাবে লাগামছাড়া মেডিক্যাল বিলের খরচ মেটানো যাবে না। আলোচনায় স্থির করা হয়, বিধায়কদের নতুন চশমার খরচবাবদ সর্বাধিক ৫ হাজার টাকা দেবে বিধানসভা। আর হাসপাতালে ভর্তি থাকলে দিন প্রতি শয্যার সর্বোচ্চ ৮ হাজার টাকা ভাড়া হিসাবে মেটানো হবে।

    শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের এ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর দ্রুত তা কার্যকর করতে ইতিমধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিধানসভার সচিবালয়।

    উল্লেখ্য, এর আগে গত বছরই আরও এক তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক তাঁর কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়া ও সেই সংক্রান্ত অপারেশন এবং চিকিৎসার খরচ বাবদ বিধানসভায় প্রায় ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল জমা করেছিলেন। যা নিয়ে সেই সময় বিস্তর জলঘোলা হয়েছিল। বাম আমলে তৎকালীন মন্ত্রী মানব মুখোপাধ্যায় চশমা তৈরির খরচ বাবদ ৩০ হাজার টাকার বিল জমা করেও বিতর্কের জেরে সেই অর্থ আর পরে নেননি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)