টানা চারদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুরে এমনটাই জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আগামিকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করতে চলেছে। এর পাশাপাশি ওই ছ’টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।
আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় ‘তাপপ্রবাহ’ ঘোষণা হওয়ার জন্য একসঙ্গে এই দুই শর্তই পূর্ণ হওয়া আবশ্যিক। পর পর কয়েকটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার দৌলতে শুধু দক্ষিণবঙ্গ নয়, একসঙ্গে গোটা রাজ্যই কয়েক দিন বেশ মনোরম আহাওয়া পেয়েছিল।
বৈশাখ পড়ে যাওয়ার পরেও গরমের তীব্রতা তেমন ভাবে অনুভূত হয়নি। কিন্তু সেই পরিস্থিতিতে ছন্দপতন ঘটালো পশ্চিমী হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দেশের উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম এবং শুকনো বাতাসেই উত্তরপ্রদেশ থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে চলেছে।
২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল, যে চার দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেই চার দিনের মধ্যে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দিন ওই তিন জেলায় দিনে তাপপ্রবাহের পাশাপাশি ‘উষ্ণ রাত’ পরিস্থিতিও থাকবে। প্রসঙ্গত, কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির চেয়ে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি উপরে থাকলে তাকে ‘উষ্ণ রাত’ বলা হয়।