• গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন, আতঙ্কে বেরিয়ে এলেন সবাই, খেল দেখালেন এজেন্সি কর্মী
    এই সময় | ২২ এপ্রিল ২০২৫
  • রান্না করার সমায় আচমকাই আগুন লেগে যায় সিলিন্ডারে। ভয় পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যান সবাই। শেষে গ্যাস এজেন্সির এক কর্মী এসে আগুন নেভান। তবে আসবাবপত্র ততক্ষণে পুড়ে ছাই।

    মঙ্গলবার মালদার হরিশচন্দ্রপুরের থানাপাড়ার ঘটনা। আগুনে ক্ষতি হলেও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে গোটা জনপদ। এমনটাই বলছেন স্থানীয়রা।

    থানাপাড়ার বাসিন্দা গৌতম দাস। সকালে বাড়িতে রান্না শুরু হয়েছিল। কিন্তু আচমকাই বাধে বিপত্তি। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। প্রথমে বুঝতে পারেননি। কটূ গন্ধ বেরনোয় সন্দেহ হয়। ততক্ষণে সিলিন্ডারে আগুন ধরে গিয়েছে। সিলিন্ডার জ্বলতে দেখে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ভয় পেয়ে যান বাড়ির সবাই।

    চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর সময় চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি এখনও। উল্টে আগুন আরও বেড়ে যায়। অবস্থা বেগতিক বুঝে দমকল এবং গ্যাস এজেন্সিকে। ততক্ষণে আগুন সিলিন্ডার থেকে বাড়িতে ছড়িয়ে পড়েছে।

    কিছুক্ষণের মধ্য়ে লক্ষণ কর্মকার নামে গ্যাস এজেন্সির এক কর্মী সিলিন্ডারের আগুন নেভান। দমকলও পৌঁছে যায়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

  • Link to this news (এই সময়)