কলকাতার প্রাক্তন মেয়র-বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় এ বার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্টে। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলায় মঙ্গলবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত। ২০১৭ সাল থেকে চলছে শোভন ও রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা।
এই বিবাহ বিচ্ছেদ মামলায় শীর্ষ আদালতে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় আবেদন জানান, যাতে তাঁর পক্ষের সাত জন সাক্ষীরই সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতের কাছে সাক্ষ্যগ্রহণের অনুমতির আবেদন করেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিম্ন আদালত মাত্র দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছিল এবং কলকাতা হাইকোর্ট তাঁর বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের আর্জি খারিজ করে দেয়। তৃণমূল বিধায়কের আবেদনে মঞ্জুরি দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত জানায়, রত্নার উল্লেখিত বাকি পাঁচ জনেরও সাক্ষ্যগ্রহণ করতে হবে নিম্ন আদালতকে।
সুপ্রিম কোর্টের বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে চলছিল শোভন চট্টোপাধ্যায় ও বর্তমান তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি। ক্রমশ দীর্ঘায়িত হওয়া এই মামলা শীঘ্র শেষ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী চার মাস, অর্থাৎ অগাস্টের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ।
আদালতে প্রায় আট বছর ধরে চলছে শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা। ২০১৭ সালে আলিপুর আদালতে স্ত্রী রত্নার বিরুদ্ধে ডির্ভোসের আবেদন করেন শোভন।