• বেতন পাবেন কারা? ধোঁয়াশা মেটাতে জেলায় জেলায় ‘যোগ্য’ শিক্ষকদের তালিকা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • সুপ্রিম নির্দেশে ‘যোগ্য’ শিক্ষকদের আপাতত কাজে ফিরতে বলা হয়েছে। কিন্তু ‘যোগ্য’, ‘অযোগ্য’ কারা? কারা বেতন পাবেন? সেই নিয়ে ধোঁয়াশা মেটেনি সোমবার SSC-এর বিবৃতিতেও। মঙ্গলবারই রাজ্যের প্রতিটি স্কুলে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ‘যোগ্য’ শিক্ষকদের (‘অযোগ্য’ প্রমাণিত নন এমন শিক্ষকদের) তালিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল শিক্ষা দপ্তর । তবে,জানা গিয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে সেই তালিকা পৌঁছনোর আগে জেলা বিশেষে এই তালিকা পৌঁছবে জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-দের কাছে।

    এই মর্মে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার (কমিশনার অফ স্কুল এডুকেশন)-র তরফে প্রতিটি জেলার ডিআই-দের কাছে পাঠানো হয়েছে নোটিস। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথাও উল্লেখ করা হয়েছে । নোটিসে উল্লেখ,৩১ ডিসেম্বর পর্যন্ত ‘অযোগ্য হিসেবে প্রমাণিত নন’ (not found to be tainted) নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির যে সব শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, তাঁদের তালিকা পাঠানো হচ্ছে। ডি.আই-রা তা প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে ই-মেইল মারফত পাঠাবেন বলে জেলা শিক্ষা দপ্তরের একটি সূত্রে জানা গিয়েছে। একাংশের মতে, শিক্ষা দপ্তরের পাঠানো এই তালিকাতেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে কাদের নাম রয়েছে অযোগ্য তালিকায়। স্বাভাবিক ভাবেই বেতন সিস্টেম থেকে বাদ যাবে তাঁদের নাম।

    অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি অমিতেশ চৌধুরী বলেন,‘ এই তালিকা পৌঁছে গেলে আমরা ‘যোগ্য’ শিক্ষকদের বেতনের রিক্যুইজ়িশনও সাবমিট করতে পারব। এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম।’ তিনি জানান, রাজ্যের কোনও স্কুলই এখনও এপ্রিল মাসের বেতনের রিক্যুইজ়িশন সাবমিট করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে তেমন বার্তা দেওয়া হয়েছিল। এ বার সেই সমস্যা মিটবে। একই কথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য প্রধান শিক্ষকরাও।

    উল্লেখ্য, সোমবার সকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরের (আচার্য সদনের) সামনে টানা আন্দোলনে ‘চাকরিহারা’ যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। এখনও তাঁরা ঘেরাও করে রেখেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ আধিকারিক ও কর্মীদের। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের মেদিনীপুরের সভা থেকে ‘স্কুলে ফেরার’ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক-শিক্ষিকাদের মূল দাবি অর্থাৎ ‘যোগ্য ও অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশের দাবির সঙ্গে তাঁরা একমত নন বলেও জানিয়েছেন। অব্যাহত ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন।

  • Link to this news (এই সময়)