• মে মাসেই মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, বললেন, ‘সব চক্রান্ত ফাঁস করে দেব...’
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় মে মাসের প্রথম সপ্তাহে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে এই কথা নিজেই জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের সভায় থেকে তিনি একই সঙ্গে অভিযোগ করেন, সেখানকার গোলমালে জড়িত বহিরাগতরা। ঘটনার আসল কারণ শীঘ্র প্রকাশ্যে আনার কথাও জানান তিনি।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অশান্তি হয়েছে, যা দুঃখজনক। সরকার গোলমাল চায় না। মুর্শিদাবাদের ধুলিয়ানে দুটো ওয়ার্ডে অশান্তি হয়েছে। তাও করেছে বহিরাগতরা। তিনি বলেন, 'কীভাবে কী চক্রান্ত করেছে তা সব ফাঁস করে দেব।’

    মুর্শিদাবাদের অশান্তিতে প্রাণ হারিয়েছেন জাফরাবাদের বাসিন্দা বাবা ও ছেলে। হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের পরিবারকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাঁদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। যাঁদের বাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের বাংলার বাড়ি করে দেব। দোকানও যা ক্ষতিগ্রস্থ হয়েছে। তা সার্ভে করা হচ্ছে। মে মাসের প্রথমে যাব ওখানে আমি, তখন সব করে দিয়ে আসব। নিশ্চিন্তে থাকতে পারেন।’

    উল্লেখ্য, রবিবার রাতে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওডিশা থেকে ছ’জনকে আটক করেছে রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। জাফরাবাদের জোড়া খুনের ঘটনার সঙ্গে ধৃতদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ। ঘরছাড়াদের ফেরানো হচ্ছে ঘরে। টানা দিন দশেক বন্ধ থাকার পর সোমবার থেকে উপদ্রুত এলাকায় খুলে গিয়েছে অধিকাংশ স্কুল। এলাকায় এখনও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

  • Link to this news (এই সময়)