আজকাল ওয়েবডেস্ক: বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল নাবালিকা। অতর্কিতা হামলা। অভিযোগ, পিছন থেকে দুই যুবক আচমকা তাকে টেনে নিয়ে যায় চা বাগানে। অভিযোগ ধর্ষণের।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার কিরণচন্দ্র চা বাগানে। অভিযোগ, বাড়ির সামনে থেকেই নাবালিকাকে একপ্রকার অপহরণ করে চাবাগানে নিয়ে যায় দুই যুবক। পরে যোগ দেয় আরও এক যুবক। ধর্ষণ এবং ঘটনা না কাউকে না জানানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
বাড়ি ফিরে নাবালিকা সমস্ত ঘটনা পরিবারকে জানালে, নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানা গিয়েছে।
ধৃতদের পরিচয় সরোজ টোপ্পো ,পঙ্কজ মাহাতো ও রোশন কুমার মাহাতো। সকলে কিরণ চন্দ্র চা বাগানের বাসিন্দা বল খবর সূত্রের। ঘটনা প্রসঙ্গে এসডিপিও নকশালবাড়ি নেহা জৈন জানান, ঘটনাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।