আচমকা শিলাবৃষ্টি, সাদা হয়ে গেল মুর্শিদাবাদের মাঠঘাট
আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরমে গত কয়েকদিন ধরে হাঁসফাঁস করছিলেন মুর্শিদাবাদবাসী। অবশেষে এপ্রিল মাসের শেষের দিকে এসে দেখা মিলল স্বস্তির বৃষ্টি। তবে বৃষ্টির সঙ্গে মঙ্গলবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় পড়েছে শিলা। মঙ্গলবার দুপুরের পর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা ঘন কালো মেঘে ছেয়ে যায়। এরপরই নামে অঝোর ধারায় বৃষ্টি। সঙ্গে প্রবল দমকা হাওয়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির সময় জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি হয়েছে।
প্রবল ঝড়ের কারণে সামশেরগঞ্জ এবং সুতি এলাকায় বেশ কিছু জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর ফলে ওই এলাকাগুলোতে দুপুরের পর থেকে বিদ্যুৎ সংযোগ নেই।
সুতির আহিরণ এলাকার বাসিন্দা প্রবন্ধ দাস জানান, ‘দুপুরের পর ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে শিলা বৃষ্টি হয়েছে। কানুপুর ,হারুয়া, আহিরণ এবং আশেপাশের বেশ কিছু এলাকার মাঠঘাট সাদা শিলাতে ভরে গিয়েছিল।’
কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে বেশিরভাগ চাষি মাঠ থেকে ধান কেটে নিয়েছেন। ফলে জেলার ধান চাষিদের বড় কোনও ক্ষতি হয়নি। তবে কিছু কিছু জায়গায় চাষিরা এখন নতুন করে তিল গাছ লাগাচ্ছেন। শিলাবৃষ্টিতে তিল চাষের অল্প কিছু ক্ষতির সঙ্গে বেশ কিছু এলাকায় আম এবং লিচু চাষের কিছুটা ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে কিছু এলাকায় পিঁয়াজ চাষের অল্প ক্ষতি হয়েছে বলেও খবর মিলেছে।
ঝড় বৃষ্টির কারণে আম এবং লিচু গাছ থেকে প্রচুর মুকুল এবং ছোট কাঁচা আম ঝরে পড়েছে। এর ফলে আগামী কয়েক দিন জেলার বাজারগুলোতে কাঁচা আমের দাম কমতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।