• মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

    এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের গিদালদহ ১ নং অঞ্চলের মাফুজা রহমান এবং সেরাজুল হক-এর দল বিরোধী কার্যকলাপ এবং সামাজিক অধঃপতনের যে অভিযোগ এসেছে তাতে আমরা এরকম কর্মীদের দলে রাখতে চাই না। দল থেকে তাদেরকে আমরা ৬ বছরের জন্য বহিষ্কার করছি। যে সব অভিযোগ এসেছে সেই অভিযোগ থাকাকালীন আমরা তাদেরকে দলে রাখতে পারি না‌‌। ভবিষ্যতে যদি তারা নিজেদের আদালতে নির্দোষ প্রমাণ করতে পারে  তবেই তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সুযোগ থাকবে। এছাড়া তৃণমূল কংগ্রেসে ফিরে আসার কোনও সুযোগ থাকবে না।

    উল্লেখ্য, সোমবার রাতে কোচবিহার শহরের বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক-সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে মফিজুর রহমান ও সেরাজুল হক নামে দুজন তৃণমূল কংগ্রেস কর্মী ছিল। তাদের এই দল বিরোধী কাজ ও সামাজিক অধঃপতন জন্য তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে তাদের দল থেকে বহিষ্কার করা হল।
  • Link to this news (আজকাল)