• কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার ...
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া নিয়ে এল মালদহ জেলা প্রশাসন। এতদিন কৃষকদের দেখা যেত ঘাড়ে করে মেশিন নিয়ে স্প্রে করছে জমিতে। বরাবর এই দৃশ্যই দেখা যেত। 

    এবার জমিতে কীটনাশক স্প্রে হবে ড্রোনের মাধ্যমে। অল্প সময়ে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ব্যবহারে চাষীদের উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করল মালদহ জেলা প্রশাসন।  

    এরই অঙ্গ হিসেবে মালদহ জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা। পুরাতন মালদহের ভাবুক এলাকায় এই প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন মালদহ অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। ড্রোন উড়িয়ে জমিতে অল্প সময়ে, অল্প খরচে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করা যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিকাজে স্প্রে করতে প্রযুক্তির ব্যবহারের প্রশিক্ষণ নিয়ে খুশি ভাবুক এলাকার কৃষকেরা।
  • Link to this news (আজকাল)