আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আশ্বস্ত করে বললেন ব্রাত্য
আজকাল | ২৩ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে পথে চাকরিহারা শিক্ষকরা। দাবি যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করুক পর্ষদ। মঙ্গলবার নিজের বক্তব্যে ফের চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, সরকার পাশে রয়েছে সর্বোতভাবে। একই কথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। জানান, ‘মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তাঁর নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে।‘
চাকরিহারাদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী জানান, দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে ব্রাত্য মনে করান, গোটা বিষয়টি এখনও বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ। ব্রাত্যর পরামর্শ, ‘এমন কিছু করা উচিত নয়, যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়।‘
শিক্ষামন্ত্রী সাফ জানান, ‘আমরা প্রথম দিনেই জানিয়েছিলাম আমরা যা কাজ করব, তা আইনি পরামর্শ নিয়েই করব। আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন।‘
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এদিন জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশের কথা নেই। আইনি পরামর্শ না পাওয়ার কারণেই তালিকা প্রকাশ করা যায়নি বলেও জানান তিনি।
নিজের বক্তব্যের সঙ্গেই বেশকিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এদিন শিক্ষামন্ত্রী। তাঁর প্রশ্ন, কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? কাউকে কি কাজে যোগ দিতে মানা করা হয়েছে? বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে? প্রশ্নের পরেই জানান, উত্তর সবকটির ‘না’। ব্রাত্য বলেন, ‘যেখানে অনিশ্চয়তা নেই, খামোখা এমন কোনও আচরণ করা উচিত নয় আন্দোলনের স্বার্থে, যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো এগোচ্ছি।‘
কাউন্সেলিংয়ের ‘বৈধ-অবৈধ' ফেজ নিয়েও এদিন ধোঁয়াশা ওড়ান শিক্ষামন্ত্রী। এদিন তিনি এও জানান, সরকার কড়া মনোভাবের পক্ষে নয়, আলোচনায় বিশ্বাসী।