• টোটোয় যাত্রী তোলা নিয়ে বচসা, মারধর! ভাঙচুরের অভিযোগ
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: টোটোয় যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরে টোটো চালককে মারধরসহ টোটো ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের জাগৃতি মোড় সংলগ্ন এলাকায়।আজ মঙ্গলবার, এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় ময়নাগুড়ির জাগৃতি মোড়ে। মারধরের পরেই স্থানীয়রা ছুটে এসে আহত টোটো চালক অহিদুল ইসলামকে উদ্ধার করে। দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসা হওয়ার পর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, তাঁকে মারধর করে টোটো ভাঙচুর করা হয়। এমনকী টোটোর চাবিও দুষ্কৃতীরা নিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করছেন স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)