চম্পক দত্ত: বিয়েতে প্যান্ডেল দিতে পারব না বলে জানিয়ে গিয়েছিল প্যান্ডেল ব্যবসায়ী। প্যান্ডেল তৈরির কারার অর্ডার নেওয়ার জন্য বলতে এসেছিল বর নিজে। কিন্তু ওই ওই প্য়ান্ডেল ব্যবসায়ী না বলতেই বরের মাথায় রক্ত উঠে য়ায়। সোজা কুড়ুলের কোপ বসিয়ে দেন ব্যবসায়ীর মাথায়। এনিয়ে তুলকালাম এলাকা।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দিপুর এলাকায়। জানা যায় ওই এলাকার যুবক সঞ্জয় দোলইয়ের কয়েকদিনের মধ্যে বিয়ে। প্রতিবেশী এক প্যান্ডেল ব্যবসায়ীকে তার বিয়ের প্যান্ডেল করে দেওয়ার জন্য কথা বলে সঞ্জয়। প্যান্ডেল অন্যত্র ভাড়া থাকায় বিয়ের প্যান্ডেল হবে না বলতেই প্রথমে প্রতিবেশী প্যান্ডেল ব্যবসায়ীকে মারধর করে পাত্র সঞ্জয় দোলই ও তার বাবা সুমিত দোলই।
ওই মারধরেই বিষয়টি থেমে থাকেনি। অভিযোগ, গোলমালের মদ্যেই হঠাৎ করে প্যান্ডেল ব্যবসায়ী প্রীতম ঘোষের মাথায় কুড়াল দিয়ে কোপ বসিয়ে দেয় পাত্র সঞ্জয় দোলই। ঘটনাস্থল থেকে জখম প্যান্ডেল ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্যান্ডেল ব্যবসায়ী।
আহত যুবকের মা মৌসুমী ঘোষ বলেন, আমার ছেলেকে প্যান্ডেল তৈরির কথা বলেছিল। ও বলেছিল দিতে পারব না। তার জন্যই আমার ছেলেকে ধরে মেরেছে এভাবে। বাবা ছেলের হাতে কুড়ুল তুলে গিয়েছে। ছেলে মেরেছে। সঞ্জয় দোলই মেরেছে। যে মেরেছে তার বিয়ে ছিল। আমরা বলেছিলাম আমাদের অন্য জায়গায় ভাড়া রয়েছে। তাই প্যান্ডেল দিতে পারিনি। কুড়ুল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। থানায় অভিযোগ করেছি। চাই যারা মেরেছে তাদের কড়া শাস্তি হোক।