সন্দীপ প্রামাণিক: দক্ষিণবঙ্গে দিনে তাপপ্রবাহ। এর সঙ্গে রাতেও গরম থাকবে। আগামীকাল, বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা, হাওড়া,দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমানে 'হট অ্যান্ড ডিসকমফর্ট' আবহাওয়া থাকবে। আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা।
আগামী ২৪ এপ্রিল সকাল ৮.৩০ থেকে পরের দিন সকাল ৮.৩০ পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে গরম রাত্রির সতর্কতাও দেওয়া হল। এর জেরে এই তিন জেলায় গরমের জন্য কমলা সতর্কতা দেওয়া হল। এছাড়া চলে এল গরমের হলুদ সতর্কতা। এর জেরে থাকবে গরম ও অস্বস্তি। মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর তাপ প্রবাহের সতর্কতা।
সব থেকে কষ্টদায়ক জেলা হতে চলেছে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই তিন জেলায় তাপপ্রবাহ থাকবে সঙ্গে থাকবে গরম রাত্রির সতর্কতাও।
আগামী ২৫ এপ্রিলে দক্ষিণবঙ্গের সব জেলা, যেমন, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা আছে। বাকি জেলাও থাকবে গরম ও অস্বস্তিপূর্ণ।
২৬ এপ্রিলেও একই চিত্র। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। বাকি জেলায় গরম অস্বস্তি থাকবে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে হাওয়া-সহ বৃষ্টি হতে পারে।
আজ, মঙ্গলবার ও আগামীকাল, বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি নেই।