• মামলা করল কে? "মহা সনাতনী ধর্ম সম্মেলন" মামলায় নয়া মোড়!
    ২৪ ঘন্টা | ২৩ এপ্রিল ২০২৫
  • অর্ণবাংশু নিয়োগী: কাঁথিতে  "মহা সনাতনী ধর্ম সম্মেলন" সংক্রান্ত মামলায় নয়া মোড় কলকাতা হাইকোর্টে।  "মামলাকারী " রামেশ্বর বেরাকে নিয়ে আদালতে হাজির এক আইনজীবী। এদিকে রামেশ্বর বেরার দাবি তিনি কলকাতা হাইকোর্টে কোনও মামলা করেননি।

    আগামী ৩০ এপ্রিল সনাতনী সংস্কার অনুশীলন সেবা ট্রাস্ট কাঁথিতে সম্মেলন করতে চেয়ে পুলিসের কাছে আবেদন জানায়। ওই দিনই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পুলিসের অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয় ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি হিসাবে রামেশ্বর বেরার নামে দায়ের হয় মামলা। 

    এদিকে আজ আইনজীবী জানান যে রামেশ্বর বেরা কোনও মামলা করেননি। আগামীকাল ফের শুনানি। রামেশ্বর বেরাকে "হাইজ্যাক" করে নিয়ে আসা হয়েছে বলে দাবি মামলাকারী আইনজীবীর।

  • Link to this news (২৪ ঘন্টা)