শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: একদিকে চাকরিহারাদের আন্দোলন, আরেকদিকে যোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দফতর থেকে পাঠানো হল ডিআই-এর কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশন যে তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছে, সেই তালিকা ডিআই-দের কাছে পাঠাল শিক্ষা দফতর। এই তালিকার ভিত্তিতেই ব্যবস্থা নিতে বলা হয়েছে শিক্ষা দফতর থেকে। ওদিকে আরও জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তালিকা অনুযায়ী, যোগ্য শিক্ষকদের বেতনের নির্দেশ পাঠানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। শিক্ষা দফতর থেকে ট্রেজারিতে এই নির্দেশ পাঠানো হয়েছে।
এই নোটিসে বলা হয়েছে যে যারা যোগ্য তাদের ৬ মাস বেতন দাও এবং কাজে বহাল রাখো। স্কুল শিক্ষা দফতর থেকে পাঠানো এই তালিকাতে রয়েছে নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ-এ যারা আপাতত যোগ্য তাদের তথ্য। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে ১৭ তারিখ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ পাঠানো হল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই-দের কাছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজই এই তালিকা পাঠানো হয়েছে শিক্ষা দফতরে।
এসএসএসি মামলায় সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। সোমবার রাত থেকে চাকরিহারাদের আন্দোলনের জেরে উত্তপ্ত করুণাময়ী চত্বর। যোগ্য-অযোগ্য শিক্ষকদের বাছাইয়ের দাবিতে সোমবার রাত থেকেইএসএসসি ভবন ঘেরাও করেন প্রতিবাদী শিক্ষকরা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব আন্দোলনকারীরা। এর মধ্যেই রাজ্য শিক্ষা দফতরের তরফে ডিআইদের কাছে পৌঁছে গেল চিঠি।
উল্লেখ্য, এর আগেই শিক্ষামন্ত্রী ও এসএসসি জানিয়েছিল যে তাঁদের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা রয়েছে। কিন্তু সেই তালিকা প্রকাশ না করাতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন।