সন্দীপ প্রামাণিক: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। মঙ্গলবার রত্না-শোভন (Sovan Chatterjee) ডিভোর্স মামলায় হিয়ারিং হয় সুপ্রিম কোর্টের ১৬ নম্বর ঘরে। লোয়ার কোর্টে আগে রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন তার ডিভোর্স মামলায় বাবা, ভাই এবং দুই ভাসুর যেন সাক্ষী দেয়। তার বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কেস নেন তারপর থেকে তিন জনের সাক্ষী নেওয়া যাচ্ছিল না।
শুধুমাত্র রত্না চট্টোপাধ্যায়ের বাবা এবং ভাইয়ের সাক্ষী নেওয়া হয়েছিল। সমস্ত কিছু শোনার পরে সুপ্রিমকোর্ট রায় দিয়েছে, বাবা দুলাল দাস এবং ভাই শুভাশিস দাসের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দাদাদের অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়ের ভাসুরদের সাক্ষীও নিতে হবে। রত্নার বক্ত্যব্য, তার বাবা এবং ভাই তো তার পক্ষেই সাক্ষী দেবে কিন্তু এই কেসে শোভন বাবুর দুই দাদা অর্থাৎ রত্নাদেবীর ভাসুরের সাক্ষীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাই এতদিন দেওয়ানো যাচ্ছিল না।
শেষমেষ অগাস্ট মাসের মধ্যে এই সাক্ষী দান শেষ করতে হবে আজ সুপ্রিমকটে অর্ডার পাস হল। সবশেষে রত্না চট্টোপাধ্যায় বললেন, পর্ণশ্রীর বাড়ির অধিকার নিতে হয় তাহলে গোলপার্কের আমার ভাইয়ের যে ফ্ল্য়াটে, তারা দখল করে আছে সেই ফ্ল্যাট ছেড়ে দিক তাহলে আমি এই বাড়ি ছেড়ে সেখানে চলে যাব। আর এই বাড়ি তাদেরকে দিয়ে দেব।