• টালিগঞ্জ রেললাইনের ঝুপড়ি এলাকায় আগুন! নেভাতে গিয়ে বেআইনি নির্মাণের হদিশ, ভাঙল আরপিএফ
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • সুব্রত বিশ্বাস: ফের রেললাইন ধারে আগুন। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ টালিগঞ্জের দিকে ৫ নম্বর গেটের কাছে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। বালিগঞ্জ আরপিএফ ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। এই আগুন নেভাতে গিয়ে লাইনের ধারেই বেআইনি নির্মাণ চোখে পড়ে আরপিএফের। তারপরই ইন্সপেক্টরের নির্দেশে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলে আরপিএফ বাহিনী। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।

    আরপিএফ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের দিকে ৫ নম্বর গেটের কাছে আগুন লাগে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। প্রথমে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। এরপর বালিগঞ্জ আরপিএফ ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। ট্রেন চলাচল বন্ধ না হলেও, আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।

    পূর্বরেল জানিয়েছে, দুপুরে লাইন ধারে আগুন লাগলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটিয়ে তা ধীর গতিতে চলাচল করা হয় ওই সময়। সম্প্রতি শিয়ালদহে বেশ কয়েকটি স্টেশনে বেআইনি দোকানে আগুন লাগে। এদিন তাই বাড়তি সতর্কতা নিয়ে ছিল আরপিএফ।
  • Link to this news (প্রতিদিন)