যোগ্য-অযোগ্য আলাদা না করা পর্যন্ত আন্দোলন চলবেই, SSC চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও অনড় চাকরিহারারা
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক স্বস্তি মিলেছে। ‘যোগ্য’ চাকরিহারাদের স্কুলে ফেরাচ্ছে এসসসি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বেতন নিশ্চিত। কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না চাকরিহারারা। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কয়েকটি দাবি জানিয়ে এলেন যোগ্য চাকরিহারারা। সাফ জানিয়ে দিলেন, যতদিন না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে ততদিন আন্দোলন চলবেই। ‘ফুল সার্ভিস পিরিয়ড’ পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কয়েকটি দাবি জানিয়েছেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের প্রথম দাবি, যোগ্য-অযোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই দেখছেন। তিনিই জানিয়েছেন, রিভিউয়ের আগে ওই তালিকাপ্রকাশ সম্ভব নয়। চাকরিহারাদের বক্তব্য, কেন শিক্ষামন্ত্রী রিভিউয়ের প্রসঙ্গ তুললেন, সেটা জানতে তাঁরা ব্রাত্যর সঙ্গে যোগাযোগ করবেন। যতদিন যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ্যে না আসছে, ততদিন রাজপথ ছাড়বেন না তাঁরা। একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের ওএমআর প্রকাশ করারও দাবি জানিয়েছেন চাকরিহারারা। তবে এই বিষয়টি এখনও বিচারাধীন। তাই আদালতের দিকেই নজর রাখছেন তাঁরা।
এদিন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর চাকরিহারার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “আমাদের এই অবস্থার জন্য দায়ী এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, ভারপ্রাপ্ত মন্ত্রী এবং সরকার। ৮ মাস পর আমাদের ফেলে দেবেন, সেটা আমরা মেনে নেব না। যতদিন না ফুল সার্ভিস পিরিয়ড পর্যন্ত চাকরি নিশ্চিত হচ্ছে, ততদিন আমরা আন্দোলনের পথ ছাড়ছি না।”
উল্লেখ্য, এদিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য চাকরি হারাদের স্কুলে ফেরানোর কথা ঘোষণা করে। যোগ্যদের নামের তালিকা জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এসএসসি জানায়, সুপ্রিম নির্দেশ মেনেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেবেন। যথা নিয়মে মিলবে বেতনও। সূত্রের খবর, এসএসসি বুধবারের মধ্যে মোট তিনটি তালিকা স্কুল শিক্ষাদপ্তরে পাঠাবে। একবারে নিষ্কলঙ্ক বা বৈধ যাঁরা, যাঁদের পরীক্ষা-সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই তাঁদের নামের তালিকা। দ্বিতীয় তালিকায় নাম থাকবে যাঁদের ওএমআর-সহ নানাবিধ সমস্যা রয়েছে। সম্পূর্ণভাবে যারা অযোগ্য তাদের নামের তালিকাও তৈরি হবে। সেই ঘোষণার পরও আন্দোলনে অনড় পড়ুয়ারা।