‘যোগ্য’ শিক্ষকরা ফিরবেন স্কুলে, যথা নিয়মে বেতনও, বড় ঘোষণা স্কুল শিক্ষাদপ্তরের, জারি বিজ্ঞপ্তি
প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
ধীমান রক্ষিত: আন্দোলনকারীদের দাবি মানল স্কুল সার্ভিস কমিশন। কথা রাখল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘যোগ্য’ শিক্ষকরা যোগ দেবেন কাজে। যথা নিয়মে মিলবে বেতনও। বিজ্ঞপ্তি জারি করে তালিকা প্রকাশের কথা জানাল স্কুল শিক্ষাদপ্তর। ইতিমধ্যেই সেই তালিকা জেলায়-জেলায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেখান থেকে শিক্ষামন্ত্রী সাফ জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চাকরিহারাদের পাশে রয়েছেন। আপনারা নিজেদের কাজে ফিরুন, আমাদের কাজ করতে দিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা আদালতে গিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্তরা কাজ করতে পারবেন। বেতনও পাবেন। বাকি দায়িত্বটাও আমাদের।” এরপরই যোগ্যদের নামের তালিকা জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে পাঠিয়ে দেওয়া হল। সুপ্রিম নির্দেশ মেনেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেবেন। যথা নিয়মে মিলবে বেতনও।
সূত্রের খবর, এসএসসি বুধবারের মধ্যে মোট তিনটি তালিকা স্কুল শিক্ষাদপ্তরে পাঠাবে। একবারে নিষ্কলঙ্ক বা বৈধ যাঁরা, যাঁদের পরীক্ষা-সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই তাঁদের নামের তালিকা। দ্বিতীয় তালিকায় নাম থাকবে যাঁদের ওএমআর-সহ নানাবিধ সমস্যা রয়েছে। সম্পূর্ণভাবে যারা অযোগ্য তাদের নামের তালিকাও তৈরি হবে।
প্রসঙ্গত, সুপ্রিম রায়ে এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিলে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে। চাকরিহারা ‘যোগ্য’দের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি ও নিয়োগ প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে যায় মধ্যশিক্ষা পর্ষদ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানিতে আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগের সময় দিয়েছেন বিচারপতি। ততদিন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা চাকরি করতে পারবেন, সঙ্গে মিলবে বেতনও। এদিন সেই নির্দেশ মেনেই যোগ্যদের কাজে ফেরাতে বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষাদপ্তর।