• অযোগ্য কারা? আজই বিক্ষোভরত চাকরিহারাদের তালিকা দেখাবে SSC!
    প্রতিদিন | ২৩ এপ্রিল ২০২৫
  • রমেন দাস: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ধরনা চলছে এসএসসি ভবন, নিবেদিতা ভবন ও ডিরোজিও ভবনের বাইরে। ধরনা তুলে চাকরিহারাদের কাজে ফেরার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তাতেও আশঙ্কার মেঘ কাটছে না। ফলে তালিকা প্রকাশ না হলে আন্দোলন চলবে বলেই দাবি চাকরিহারাদের। এরই মাঝে বিকেল পাঁচটা নাগাদ আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ইচ্ছেপ্রকাশ করলেন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। শোনা যাচ্ছে, সেখানে অযোগ্যদের তালিকা দেখানো হতে পারে। তবে এ বিষয়ে এখনও এসএসসির তরফে কোনও তথ্য মেলেনি।

    এবিষয়ে চাকরিহারা শিক্ষক অনুরাগ কর সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে জানান, এদিন বিকেল পাঁচটা নাগাদ এসএসসি চেয়ারম্যানের তরফে ফের বৈঠকের আহ্বান জানানো হয়। চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চান তিনি। আহ্বানে সাড়া দেন আন্দোলনকারীরা। শোনা যাচ্ছে, জেলার ডিআই অফিসগুলোতে ইতিমধ্যেই অযোগ্যদের একটি তালিকা পাঠানো হয়েছে এসএসসির তরফে। সম্ভবত, এদিনের বৈঠকে চাকরিহারাদের সেই তালিকা দেখানো হবে। তবে এ বিষয়ে এখনও এসএসসির তরফে কোনও তথ্য মেলেনি। তাঁদের তরফে কেন ডাকা হয়েছে, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আধিকারিকরা।

    প্রসঙ্গত, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সোমবার রাত থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের দাবি ছিল, তালিকা প্রকাশ করতেই হবে। অন্যথায় ধরনা চলবে। প্রায় ২৯ ঘণ্টা ধরে চলছে ধরনা। মঙ্গলবারই শিক্ষকদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেছিলেন, “আপনারা কাজে ফিরুন। নিশ্চিন্তে থাকুন। বেতন বন্ধ হবে না। কারা যোগ্য, কারা অযোগ্য ভাবতে হবে না, সেটার জন্য সরকার আছে, কোর্ট আছে।” পরবর্তীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একই কথা বলেছেন। তাঁর কথায়, “আপনারা নিজেদের কাজে ফিরুন, আমাদের কাজ করতে দিন। সরকার দায়িত্ব পালন করবে।” তারপরও ধরনা জারি রেখেছেন চাকরিহারারা।
  • Link to this news (প্রতিদিন)