জানা গিয়েছে স্ত্রী সোহিনী অধিকারী এবং তাঁদের তিন বছরের শিশু সন্তানকে নিয়ে সপরিবারে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বিতান। এ দিন অনন্তনাগের বৈসরণ উপত্যকায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। বেলা আড়াইটে নাগাদ, একেবারে সাধারণ পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন বিতান।
জানা গিয়েছে বিতানের বাড়ি কলকাতার বৈষ্ণবঘাটায় হলেও বর্তমানে কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন তিনি। বিদেশ থেকে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন।
এ দিন তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তাঁর বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন তিনি। এই চরম বিপদের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। কাশ্মীরে ময়নাতদন্তের পর বিতানের দেহ বাংলায় ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।