• বাথরুমে ঢুকেই হয়েছিল সন্দেহ, কাছে যেতেই পড়ল হাতেনাতে ধরা, তারাপীঠের নামী হোটেলে ফাঁস গোপন কারবার
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • তারাপীঠের একটি হোটেলের বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে মহিলা পর্যটকদের স্নানের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ওই সব ভিডিয়ো মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত। ঘটনায় তারাপীঠের এক নামী হোটেলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। মঙ্গলবার তাদের রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    জানা গিয়েছে , গত ১৪ এপ্রিল তারাপীঠে পুজো দিতে এসে সেখানকার সুপরিচিত ‘আরোহী লজ’-এ উঠেছিলেন দুটি পরিবার। এর পর ১৫ তারিখ স্নান করতে গিয়ে সেই পরিবারের একজন মহিলা লক্ষ্য করেন বাথরুমের ভেন্টিলেটরে একটি মোবাইল রাখা রয়েছে। তিনি মোবাইলটির কাছে গিয়ে বুঝতে পারেন সেই মোবাইলে কেউ তাঁর স্নান করার ভিডিয়ো করছে। এর পর পর্যটকরা হোটেল কর্মীকে তার মোবাইল-সহ হাতেনাতে ধরে ফেলেন। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই হোটেলে আসা পর্যটকদের স্নান দৃশ্যের ভিডিয়ো রেকর্ড করা হত সেই মোবাইলে।

    জানা গিয়েছে, এ দিনের ঘটনার পর সেই পরিবার রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দুই হোটেল কর্মী শোভন বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ রায়। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে আরোহী লজ থেকে রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে। এর পর মঙ্গলবার ওই অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হলে আদালত তাঁদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    এ ঘটনা প্রসঙ্গে রামপুরহাট আদালতের আইনজীবী বলেন, ‘এ ধরনের ভিডিয়ো রেকর্ডের পর বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে তারা টাকা ইনকাম করত। আমার যতটুকু ধারণা তাতে বাইরের কোন জায়গার যোগ আছে। এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক। তবে যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারাও এর সঙ্গে যুক্ত।’

  • Link to this news (এই সময়)