• বিজেপির ‘চোর’ স্লোগানের মাঝে হঠাৎই পকেটমারের আতঙ্ক, শোরগোল মিছিলে
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদে অশান্তি, চাকরি বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার হুগলিতে জেলাশাসকের দপ্তরে অভিযান শুরু করেছিল বিজেপি। সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির জেলা অফিস তিন নম্বর গেট থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। ‘চোর’ স্লোগান তুলে বিজেপির সেই মিছিল এগোতেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, বিজেপির সেই মিছিলে না কি ঢুকে পড়েছিল একজন পকেটমার। অভিযোগ, বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহভাজন সেই যুবককে ধরে সেখানেই মারধর করেন বিজেপি কর্মীরা। যদিও অভিযুক্তের দাবি, তিনি বিজেপি সমর্থক। প্রতিবাদ মিছিলে এসেছিলেন।

    ঠিক কী হয়েছিল? এ দিন হুগলি সাংগঠনিক জেলার ডাকে ডিএম অফিস অভিযানে নেমেছিল বিজেপির কর্মী-সমর্থকরা। অভিযোগ, মিছিল ঘড়ি মোড়ে আসতেই হই হই রব ওঠে। বিজেপির ‘চোর’ স্লোগানের মাঝে হঠাৎ পকেট মার ধরা পড়েছে সেই আওয়াজ তোলেন কর্মী-সমর্থকরা। অভিযোগ, মিছিলের মধ্যেই অভিযুক্ত যুবককে ধরে মারধর করেন বিজেপি কর্মীরা। পকেটমার সন্দেহে তাঁকে মারধর করায় তিনি সেখান থেকে কোনও ভাবে চম্পট দেন বলে জানা গিয়েছে।

    এ দিন যে বিজেপি নেতার পকেট মারার অভিযোগ উঠেছে তিনি বলেন, ‘ভিড়ের মধ্যে পকেটমার ঢুকে পড়ে আমার পকেট কেটেছে। যদিও মানি ব্যাগ নিতে পারেনি। পুলিশ প্রশাসনের সামনেই আমার পকেট মারার চেষ্টা করা হয়েছিল।’

    জানা গিয়েছে, অভিযুক্ত বিনয় মিশ্র উত্তর ২৪ পরগনার হালিশহরে থাকেন। তিনি নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করার পাশাপাশি পকেট মারেননি বলেও দাবি করেছেন। যদিও বিজেপি নেতার অভিযোগ, বিজেপি কখনও পকেট মারে না। সেই অভিযুক্ত তৃণমূল ছিল বলেই দাবি করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)