শীঘ্রই এসি লোকাল ছুটবে শিয়ালদহ থেকে! রুট ও ভাড়া নির্ভর করবে যাত্রীদের প্রয়োজনীয়তার উপর
আনন্দবাজার | ২২ এপ্রিল ২০২৫
শীঘ্রই এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ বিভাগে। আপাতত দু’টি ট্রেন চালানোর কথাই ভাবনাচিন্তায় রয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। তবে কবে থেকে এসি লোকাল চালানো হবে, তা এখনও চূড়ান্ত নয়। কোন রুটে বা ভাড়া কত হবে, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে।
গোটা দেশের মধ্যে প্রথম মুম্বইয়েই এসি লোকাল চালু হয়েছিল। পরে চেন্নাইয়ে। বছর দুয়েক আগে শহরতলির শাখাগুলিতে এসি লোকাল ট্রেন চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন। তবে নানা কারণে তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ বিভাগের জন্য দু’টি বাতানুকূল ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। তা এখন পরীক্ষাধীন। রেল কর্তৃপক্ষ আশাবাদী, খুব তাড়াতাড়িই শিয়ালদহ বিভাগে এসি লোকাল চালানো হবে।
তবে এই এসি লোকাল কোন রুটে চলবে বা সেই ট্রেনে চড়তে গেলে কত ভাড়া গুনতে হবে, তা এখনও চূড়ান্ত নয়। রেলের তরফে জানানো হয়েছে, সব কিছু বিষয় বিবেচনা করেই তার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তা-ই নয়, যাত্রীদের প্রয়োজনীয়তার উপরেও নির্ভর করবে বিষয়টি।
কেমন হবে এসি লোকাল? রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের সব কামরাই পূর্ণ বাতানুকূল হবে। ১২ কামরার এই লোকাল তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা থাকবে। এ ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসর থাকছে। পাশাপাশি মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাকও থাকবে।
মনে করা হচ্ছে, একটি এসি লোকাল ট্রেনে প্রায় ১১০০ জন যাত্রী উঠতে পারবেন। মেট্রোর মতোই এই এসি লোকালগুলির দরজা শুধুমাত্র স্টেশন এলেই খুলবে। নির্দিষ্ট সময়ের জন্য দরজা খোলা থাকবে। সেই সময়ের মধ্যেই যাত্রীরা ওঠানামা করতে পারবেন। যাত্রীস্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে গোটা ট্রেনটি।