• পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় বাঙালি পর্যটক ছিলেন না তো? খোঁজখবর শুরু নবান্নের
    হিন্দুস্তান টাইমস | ২৩ এপ্রিল ২০২৫
  • মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছে। তাতে রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। পর্যটকদের ওপর জঙ্গিদের নির্বিচারে গুলিতে একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, আহত হয়েছেন অনেকেই। ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তারপরই এদিনের জঙ্গি হামলায় পহেলগাঁওয়ে কোনও বাঙালি পর্যটক ছিলেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করল নবান্ন।


    আধিকারিকদের মতে, জম্মু ও কাশ্মীর শান্ত থাকায় বহু বাঙালি পর্যটক যাচ্ছেন ভূস্বর্গে। ফলে জঙ্গি হামলার সময় ঘটনাস্থলে কোনও বাঙালি পর্যটক ছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে নবান্ন। প্রসঙ্গত, ভিন রাজ্যে এই ধরনের ঘটনা হলেই নবান্নের তরফে খোঁজ খবর নেওয়া হয়। জানা গিয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য দিল্লিতে অবস্থিত রেসিডেন্ট কমিশনারকে জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সেরকম প্রয়োজন হলে কলকাতা থেকেও টিম পাঠানো হতে পারে।যদিও নবান্নের সচিবালয়ের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে বাংলার কোনও পর্যটকের এদিনের হামলায় আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি।

    পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। এই ঘটনার পরেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ পেয়েই শ্রীনগরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। এর পাশাপাশি সেখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    প্রসঙ্গত, গরমের ছুটিতে বহু বাঙালি পর্যটক কাশ্মীরে ঘুরতে যান। অনেকেই আছেন, যাঁরা অগ্রিম টিকিট বা হোটেল বুক করে রেখেছেন। তবে এই ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিনের জঙ্গি হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, ‘এই ধরনের হিংসা কখনওই বরদাস্ত করা হবে না। অপরাধীদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত।’ একইসঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)