পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বাঙালি যুবক, ছুটি কাটাতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে
আজ তক | ২৩ এপ্রিল ২০২৫
কাশ্মীরের পাহেলগাঁও-এ বেড়াতে গিয়ে জঙ্গি হামলার শিকার বাঙালি পরিবার। টেক্সাস নিবাসী আইটি কর্মী বাড়ি ফিরেছিলেন ছুটি কাটাতে। সেই ফাঁকেই ঘুরে আসার প্ল্যান ছিল কাশ্মীর থেকে। ভূস্বর্গে বেড়াতে গিয়ে প্রাণ দিতে হল বাঙালি এই পর্যটককে। স্ত্রী, ছোট্ট শিশুর সামনে। নিহত হলেন বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী।
একসঙ্গে বেড়াতে গেলেও, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর স্ত্রী সোহিনী অধিকারী ও সাড়ে তিন বছরের শিশু হরিধন অধিকারী। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় পাটুলিতে বিতানের মৃত্যুর খবর পেতেই ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে কথা বলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে। এমনটা জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
১৬ এপ্রিল স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরতে যান দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। আপাতত কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি। তাঁরা কাশ্মীর থেকে ফেরার কথা ছিল আগামী ২৪ এপ্রিল। কিন্তু তার আগেই ২২ এপ্রিল সকালে পহেলগাঁওয়ের বাইসরান উপত্যকায় ঘটে যায় জঙ্গি হামলা। সেসময় পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিতান। গুলির আঘাতে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় বেলা আড়াইটে নাগাদ, একেবারে সাধারণ পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রথমে গুরুতর জখম হয়েছিলেন বিতান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এই জঙ্গিহানায় এখনও পর্যন্ত ২৭ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বেশি। মঙ্গলবার দুপুরে সশস্ত্র জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে বৈসারণ উপত্যকায় ঢোকে এবং হঠাৎ করেই পর্যটকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হোটেলে ঢুকে বেছে বেছে পর্যটকদের উপর হামলা চালায়। হতাহতদের মধ্যে বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক বলে জানা গেছিল। কিন্তু পরে জানা যায়, বাঙালি পর্যটকরাও সেখানে ছিলেন। বিতান তাঁদেরই একজন।
এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এক এক্সে পোস্ট করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি রাতেই ডিনার বাতিল করে দ্রুত ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি।