• ইংলিশবাজারে জলাভূমির চরিত্র বদল করতে চায় পুরসভা
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারে জলাভূমির চরিত্র বদল করতে চলেছে পুরসভা। বেশকিছু জমির চরিত্র বদল করে বাস্তু করা হবে। মাসিক সাধারণ সভায় এনিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে পুরসভা। এদিকে পুরসভার জমির চরিত্র বদলের সিদ্ধান্তে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি মহল। তাদের দাবি, জলাভূমির চরিত্র বদল করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। দেখা দিতে পারে নিকাশি সমস্যাও। যদিও চেয়ারম্যানের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথায়, ইংলিশবাজার শহরে পুরসভার বেশকিছু নিচু জমি আছে। অথচ সরকারি রেকর্ডে তা জলাভূমি বা নয়ানজুলি হিসেবে নথিভুক্ত। সেই জমিগুলির চরিত্র বদল করে বাস্তু করা হবে।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশন ঘাটের কাছে উপ স্বাস্থ্যকেন্দ্র সহ যে সমস্ত জায়গা পুরসভার নামে রেকর্ড আছে, সেগুলি যদি বাস্তু জমি না হয়ে থাকে, তাহলে চরিত্র পরিবর্তন করতে হবে। ২৯ মার্চ ইংলিশবাজার পুরসভার ২০২৪-২৫ অর্থবর্ষের ১২  নম্বর মাসিক সাধারণ সভায় এনিয়ে আলোচনা হয়। সেই ভিত্তিতে ১২ এপ্রিল পুরসভার তরফে প্রকাশিত রিপোর্টে এই বিষয়টির উল্লেখ রয়েছে। 

    চেয়ারম্যান আরও বলেন, নগরায়নের স্বার্থেই এটা করা হচ্ছে। এখনই যদি ওই জমির চরিত্র বদল করা না যায়, তাহলে আগামী দিনে সরকার অনুমোদন দেবে না। 

    শহর জুড়ে এই ধরনের বেশকিছু জলাভূমি আছে। কোথাও ইতিমধ্যে পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে। আবার নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে কয়েকটি জায়গায়। জলাজমির চরিত্র বদলের জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে খবর। যে হারে শহরে জনঘনত্ব বাড়ছে, তাতে ইংলিশবাজার পুর এলাকায় জন বিস্ফোরণ হওয়ার জোগাড়। নগরায়ণের লক্ষ্যে প্রয়োজন শহর সম্প্রসারণের। যা নিয়ে জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে প্রস্তাবও দিয়েছে ইংলিশবাজার পুরসভা। তবে ওয়াকিবহাল মহলের মতে, নগরায়ণ অবশ্যই হোক। কিন্তু তার জন্য জলাভূমি ভরাট করে উন্নয়ন করলে শহরের নিকাশি সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে অন্যান্য জমিতে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা যেতে পারে। পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলার অম্লান ভাদুড়ির বক্তব্য, এমনিতেই আমাদের শহর বর্ষায় ডুবে যায়। এই পরিস্থিতিতে জলাভূমির চরিত্র বদল করলে বর্ষায় আরও ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ শহরের নিকাশি ব্যবস্থা ঠিক নেই। 
  • Link to this news (বর্তমান)