• জলপাইগুড়িতে এসপি অফিসে বিক্ষোভ, ব্যারিকেডই টপকাতে পারল না বিজেপি
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাম্প্রতিক নানা ইস্যুতে পুলিস সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিলেও ব্যারিকেডই টপকাতে পারল না বিজেপি। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত দলের জেলা কার্যালয় থেকে মিছিল করে পুলিস সুপারের অফিসের উদ্দেশে রওনা হন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। এরপর পিডব্লুডি মোড়ে পুলিসের বাধা টপকালেও ডিআইজি অফিসের সামনে এসে থমকে যেতে হয় তাঁদের। 

    সেখানে বিক্ষোভকারীদের আটকাতে পুলিসের তরফে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছিল। ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন দলের একাংশ। ব্যারিকেডের এপাশ থেকে দলের ঝান্ডা বাঁধা বাঁশ দিয়ে পুলিস কর্মীদের খোঁচা দেওয়া হয় বলে অভিযোগ। ব্যারিকেড ধরে চলে ধাক্কাধাক্কি। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপী গোস্বামী পুলিসকে অভিযুক্ত করে উত্তপ্ত ভাষণ দিতে থাকেন। শেষমেশ ব্যারিকেড টপকাতে না পেরে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মীরা। বিক্ষোভ সামাল দিতে অবশ্য প্রথম থেকেই সংযত ছিল পুলিস। 

    এদিনের আন্দোলনে যোগ দেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, দলের জেলা সভাপতি শ্যামল রায় সহ দলের বিধায়করা।

    ব্যারিকেড দিয়ে বিজেপিকে আটকানো যাবে না বলে তোপ দাগেন সাংসদ। তিনি বলেন, মুর্শিদাবাদের ঘটনা সহ নানা ইস্যুতে এদিন পুলিস সুপারের অফিস ঘেরাওয়ের ঘোষিত কর্মসূচি ছিল আমাদের। পুলিস আমাদের মিছিলের বহর দেখে ভয় পেয়েছে। সেকারণে লোহার ব্যারিকেড করে রাস্তাতেই আটকে দেওয়া হয় দলীয় কর্মীদের।
  • Link to this news (বর্তমান)