গাজোলে তিনমাস ঘুরলেও টিসি না দেওয়ার অভিযোগ দুই স্কুলের বিরুদ্ধে
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল সার্কেলের মশালদিঘি এসবি বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) এবং প্রাইমারি স্কুলে তিনমাস ধরে হন্যে হয়ে ঘুরেও ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) পাচ্ছেন না অভিভাবকরা।
উপায় না দেখে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট সার্কেলের দ্বারস্থ হন স্থানীয় প্রাইমারি স্কুলের তিনজন ভুক্তভোগী অভিভাবক। গত সপ্তাহে মশালদিঘি এসবি বিদ্যাপীঠের এক পড়ুয়ার অভিভাবক সার্কেলে অভিযোগ জানিয়ে এসেছিলেন। এদিন গাজোল সার্কেল অফিসে এসেছিলেন সুবল, অরূপ, সাথী বিশ্বাসদের অভিভাবকেরা। তাঁদের সন্তানেরা মশালদিঘি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। ওই পড়ুয়াদের অভিভাবক সজল এবং আদ্যনাথ বিশ্বাস বলেন,আমাদের সন্তানেরা প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। ওরা পাশের উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হতে চায়। আমরা তিন মাস ধরে স্কুলে ঘুরলেও টিসি দেওয়া হচ্ছে না। সার্কেল অভিযোগপত্রে পড়ুয়াদের স্কুলের কোড চাইছে।
অন্যদিকে, মশালদিঘি এসবি বিদ্যাপীঠ (উচ্চমাধ্যমিক) কর্তৃপক্ষ চারমাস ধরে উত্তর দিনাজপুরের এক অভিভাবককে টিসি দিচ্ছে না বলে অভিযোগ। ভুক্তভোগী অভিভাবক সোনা কিস্কু বলেন, আমার বাড়ি ডালখোলায়। ছেলে গাজোলের একটি জায়গায় ভাড়া থেকে পড়াশোনা করে। আমি অর্থনৈতিক ভাবে দুর্বল। নিজের এলাকায় ছেলেকে ভর্তি করব। কিন্তু চারমাসে পাঁচবারের বেশি হাইস্কুল এবং সার্কেলের দ্বারস্থ হলেও টিসি পাইনি। টিসি নেওয়ার আবেদন নিয়ে গেলেও স্কুল ফিরিয়ে দিয়েছে।
মশালদিঘি এসবি বিদ্যাপীঠের (উচ্চ মাধ্যমিক) টিআইসি বাবলু বিশ্বাস বলেন, ওই অভিভাবক স্থানীয় সার্কেলে গিয়েছিলেন। পরিদর্শক অর্ডার করলে টিসি দিয়ে দেব। ওই অভিভাবক আমাদের দু’জন শিক্ষককে ফোনে হুমকি দিয়েছেন। তাঁর অভিযোগ মিথ্যা। উনি আমাদের কাছে লিখিত আবেদন করেননি।
অভিযোগ প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র সর্দার বলেন, আমার স্কুলে পঞ্চম শ্রেণি রয়েছে। এখন পরীক্ষা চলছে। এখন পাশ্ববর্তী স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য কি করে টিসি দেব? আমাকে স্কুল চালাতে হবে। অতীতে জরুরি ভিত্তিতে পড়ুয়াদের টিসি দিয়েছিলাম। গাজোল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় বলেন, হাইস্কুলের অভিভাবক সম্প্রতি চিঠি দিয়েছেন। আমি ওই স্কুলকে টিসি দেওয়ার প্রসঙ্গে চিঠি করেছিলাম। প্রাইমারি স্কুলের অভিভাবকেরা সার্কেলে লিখিত দিন। অভিভাবকেরা সন্তানকে যে কোনও স্কুলে ভর্তি করতে পারেন। স্কুল টিসি দিতে বাধ্য। বিষয়টি খতিয়ে দেখা হবে।