১৯ মাস পর কাল খুলছে মাদারিহাটের ঢেকলাপাড়া চা বাগান
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৯ মাস বন্ধ থাকার পর কাল, বৃহস্পতিবার খুলছে মাদারিহাটের বন্ধ ঢেকলাপাড়া চা বাগান। মঙ্গলবার শ্রমদপ্তরের বীরপাড়া অফিসে এক বৈঠকের পর বৃহস্পতিবার বাগানটি খোলার সিদ্ধান্ত হয়েছে। বছর ঘুরলেই পরবর্তী বিধানসভা নির্বাচন। তার আগে বাগান খোলার সিদ্ধান্ত ও খবরে রীতিমতো উচ্ছ্বসিত ঢেকলাপাড়ার শ্রমিকরা।
২০২৩ সালের অক্টোবরে বন্ধ হয়েছিল ঢেকলাপাড়া। তখন ওই বাগানে শ্রমিক ছিল ৬০৪ জন। বাগান বন্ধ হওয়ার পর বহু শ্রমিক সংসার চালাতে ভিনরাজ্যে চলে যান। ফলে বাগানটি বন্ধ হওয়ার পর ২৮৮ জন শ্রমিক রাজ্য সরকার থেকে প্রতি মাসে ফাউলাই স্কিম থেকে ১৫০০ টাকা করে পেতেন। এরপর আরও ৩৮ জন শ্রমিক বাইরে চলে যান কাজের খোঁজে। সব মিলিয়ে বর্তমানে বাগানটিতে শ্রমিক আছেন ২৫০ জন।
এদিন শ্রমদপ্তরের বীরপাড়া অফিসের বৈঠকে শ্রমিকরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপির চা শ্রমিক সংগঠনের নেতারা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, মঙ্গলবারের বৈঠকে বৃহস্পতিবার ঢেকলাপাড়া বাগানটি খুলছে বলে ঠিক হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রমদপ্তরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বৈঠকে বাগানটি খোলার বিষয়ে বিজেপির শ্রমিক সংগঠন বিটিডব্লুইউয়ের প্রতিনিধিরাও সমর্থন জানিয়েছে। শ্রমদপ্তর জানিয়েছে, তিন মাস পর একটি রিভিউ বৈঠক হবে। বৃহস্পতিবার বাগান খোলার পর শ্রমিকদের কর্মসংস্কৃতি খতিয়ে দেখতেই এই রিভিউ বৈঠক করা হবে। বৈঠকে ঠিক হয়েছে এক বছর পর বাগান ছেড়ে চলে যাওয়া শ্রমিকরা বাগানে ফিরতে চাইলে তাঁদেরও নেওয়া হবে।