নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার দলীয় নেতার বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা কাউন্সিলের (ডিপিএসসি) চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রঞ্জন শীলশর্মার বিরুদ্ধে। মঙ্গলবার সেই দুর্ব্যবহারের বিরুদ্ধে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা পথে নামেন। শিলিগুড়ি কলেজের সামনে থেকে একটি মিছিল করে প্রাথমিক শিক্ষা কাউন্সিলের দপ্তর পর্যন্ত যায় মিছিলটি। মিছিল থেকে দলীয় কাউন্সিলারের আচরণের নিন্দা করা হয়। যদিও তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে শাসক দলের শিক্ষা সংগঠনের এই মিছিলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন সংগঠনের সদস্যরা। একই দাবি করেছেন কাউন্সিলার রঞ্জন শীলশর্মা। তবে ওয়াকিবহাল মহলের দাবি, দলের অন্দরে রঞ্জনবাবুর বিরুদ্ধে একটি বড় অংশের ক্ষোভ রয়েছে। এদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিলিগুড়ির সভানেত্রী অবর্ণা দাস দত্ত বলেন, শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে অভব্য আচরণ করেছেন অন্য একটি শিক্ষক সংগঠনের সদস্যরা। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আগামী দিনে যদি এই ধরনের কোনও ঘটনা সংগঠন ঘটায় তবে আমরা চেয়ারম্যানের পাশে থাকব বলে জানিয়েছি। এবিষয়ে কোনও শাস্তিমূলক ব্যবস্থা দাবি করছেন কি না, এই প্রশ্নের উত্তর যদিও এড়িয়ে যান ওই নেত্রী। এমনকী এই ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কি না সেই বিষয়টিও এড়িয়ে যান তিনি। তিনি বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি, ধিক্কার মিছিল। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
একই সুরে তৃণমূল কংগ্রেস নেতা তথা কাউন্সিলার রঞ্জন শীলশর্মা বলেন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, কাউন্সিলার। পেশায় শিক্ষক ও একটি প্রাথমিক শিক্ষক সংগঠনের সক্রিয় কর্মী। শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে গিয়েছিলাম। যে সংগঠন আমার বিরুদ্ধে রাস্তায় নেমেছে তাদের সঙ্গে আমাদের সংগঠনের কোনও সম্পর্ক নেই। কাজেই কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
উল্লেখ্য, খড়িবাড়ি সার্কেলের এক শিক্ষককে চার মাসে দু’বার বদলির নির্দেশ ঘিরে বিবাদ চরমে ওঠে। প্রাথমিক স্কুলের এক শিক্ষককে হাইস্কুলে বদল করা হচ্ছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠনের সদস্যরা। এছাড়াও একাধিক অভিযোগ নিয়ে প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যানের ঘরে গিয়ে রঞ্জনবাবুর নেতৃত্বে রীতিমতো দাদাগিরি চালানো হয় বলে অভিযোগ। টেবিল চাপড়ে চেয়ারম্যানকে একাধিক হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর এদিন শাসক দলের প্রাথমিক শিক্ষা সমিতির সদস্যরা কাউন্সিলারের বিরুদ্ধে পথে নেমেছিলেন। যা নিয়ে রীতিমতো সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল।