সংবাদদাতা, চাঁচল: মালদহের হরিশ্চন্দ্রপুরের আঙ্গারমুনি হত্যাকাণ্ডে দোষী ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চাঁচল মহকুমা আদালত। মঙ্গলবার এডিজে কোর্টের অতিরিক্ত জেলা জজ সুরজিৎ দে’র এজলাসে সাজা ঘোষণা করা হয়। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এছাড়া ১৪৩ ধারায় ৬ মাস সশ্রম কারাদণ্ড সহ এক হাজার টাকা জরিমানা হয়েছে।
এপ্রসঙ্গে অভিযুক্ত পক্ষের এক আইনজীবী তন্ময় দাস বলেন, সকলের একই সাজা আশা করিনি। উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারি আইনজীবী চিন্ময় মিশ্রর কথায়, আমরা ফাঁসির দাবি জানিয়েছিলাম। বিচারক ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে নিহতের পরিবার ন্যায্য বিচার পেয়েছে। সহকারী সরকারি আইনজীবী সুব্রত রায় বলেন, শুনানির পর বিচারক এই ঘটনাকে বর্বরোচিত ও বিরল বলে উল্লেখ করেছেন।
সাজা ঘোষণার পরে আদালত চত্বরে কেঁদে ফেলেন নিহতের স্ত্রী ললিতা রানি মণ্ডল সাহা। তিনি বলেন, ফাঁসির দাবি করেছিলাম। ওরা যেভাবে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল, এখনও সেই ঘটনা চোখে ভাসে।
ঘটনাটি ছিল ২০১৬ সালের ২৫ মার্চের। জমি বিবাদের জেরে বিকেলে পাঁচজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভবতোষ সাহা ও তাঁর খুড়তুতো ভাই পূর্ণচন্দ্র সাহাকে। তারপর গ্রামের রাস্তায় ভবতোষকে চাকু দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন তাঁর খুড়তুতো ভাই। পরের দিন ১৯ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী। মামলা চলাকালীন দু’জনের মৃত্যু হয়। সাক্ষ্য প্রমাণের অভাবে সোমবার এক মহিলাকে বেকসুর খালাস করেন বিচারক।