• বেপরোয়া গতিতে বাইক, টোটোতে পর পর ধাক্কা মারল ট্রাক, জখম ৭
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বেপরোয়া দাপট। পরপর একাধিক টোটো, বাইকে ধাক্কা দিয়ে পালাল লরি। দুর্ঘটনায় দুই টোটোচালক, যাত্রী সহ জখম সাত। তারমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সকলেই চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে ইটাহার লাইনবাজার এলাকায় ১২নম্বর জাতীয় সড়কের উপর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, চালক বেপরোয়াভাবে লরি চালিয়ে ইটাহার থেকে রায়গঞ্জের দিকে আসছিল। এমন সময় দফায় দফায় লরিটি টোটো, বাইক, পুলিসের গার্ডারেলগুলোতে ধাক্কা মারে। শেষে জাতীয় সড়কের ফুটপাত ঘেঁষা দুর্গাপুর লাইন বাজার এলাকায় বড় অঘটন ঘটায় লরিটি। দুমড়ে মুচড়ে যায় টোটো ও বাইকগুলো। সেখানেই ৭ জন জখম হন। পরে পুলিস লরিটিকে ধাওয়া করে আটক করে। রায়গঞ্জের অতিরিক্ত পুলিস সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, পথ দুর্ঘটনার বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। লরিচালক মদ্যপ ছিলেন কি না, বা লরিতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না সেটা তদন্ত হচ্ছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। 

    প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ইটাহারের জাতীয় সড়কের ধারে একটি ধাবায় মদ্যপান করে ওই লরিচালক। তারপরই নেশাগ্রস্থ অবস্থায় লরিটি নিয়ে সে জাতীয় সড়ক ধরে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। সেসময় দফায় দফায় সে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে পরপর টোটো, বাইকগুলোতে ধাক্কা দেয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষপর্যন্ত পুলিস লরিটিকে আটক করে। লরির চালককে থানায় নিয়ে যাওয়া হয়। আচার আচরণে পুলিসের অনুমান, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাই তার স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। চালকের নাম শম্ভু নাথ মিশ্র।

     এদিকে এই ঘটনায় চারজন মহিলা, এক শিশু সহ সাতজন জখম হন। এরমধ্যে একজন টোটোচালক ও অন্যান্য টোটোর যাত্রীরা ছিলেন। স্থানীয় বাসিন্দা সাজিদুর রহমান, রাহুল হোসেন, মাসুদ আলমরা বলেন, প্রতিদিনের মতো দুর্গাপুর লাইনবাজার এলাকায় জাতীয় সড়কের ধারে টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা চলছিল। এমন সময় ইটাহার থেকে রায়গঞ্জগামী একটি লরি প্রথমে পুলিসের গার্ডরেলে ধাক্কা দেয়। এরপর চারটি টোটোতে ধাক্কা মারে। সেই ধাক্কায় সাতজনের চোট আঘাত লাগে। কারও মাথায়, কারও কানের পিছনে, হাতে, পায়ে আঘাত লাগে। শেষপর্যন্ত পুলিস আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। 

    স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের উপর দিয়ে ব্যাপক গতিতে যান চলে। তা সত্ত্বেও জাতীয় সড়কের দু’ধার ধার ঘেঁষে এলাকায় টোটোর অবৈধস্ট্যান্ড রয়েছে। যার জন্য এলাকায় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়।  হাসপাতালে আহতরা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)