চাপড়ায় সমবায় ভোটে রাম ও বাম জোট, দাবি তৃণমূলের
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: সমবায় নির্বাচনেও রাম-বাম জোট! ‘অলিখিত’ জোট করেই প্রার্থী দাঁড় করিয়েছে সিপিএম ও বিজেপি। চাপড়া ব্লকের হাটখোলা পঞ্চায়েতের গোঙরা পল্লিশ্রী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে এমনই অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার এই সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। আগামী ১২মে সমিতির ১২টি আসনে নির্বাচন হবে। তৃণমূল সমস্ত আসনেই প্রার্থী দিয়েছে। কিন্তু, সিপিএম ও বিজেপি মিলে ছ’টি আসনে প্রার্থী দিয়েছে। বিরোধীদের অবশ্য দাবি, তৃণমূল মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে। এনিয়ে মঙ্গলবার ধস্তাধস্তিও হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। যদিও ঘটনায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। চাপড়ার সিপিএম নেতা জাহাঙ্গীর মণ্ডল বলেন, তৃণমূল হেরে যাবে বলেই আমাদের প্রার্থী দিতে দেয়নি। মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে। তৃণমূলের চাপড়া ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, আমরা যদি কাউকে বাধা দিয়ে থাকি, তাহলে ছ’টি আসনে ওরা প্রার্থী দিল কী করে? সিপিএম ও বিজেপি একসঙ্গে জোট করেও প্রার্থী খুঁজে পাচ্ছে না।
Link to this news (বর্তমান)