কান্দিতে ৫০ লক্ষ টাকা ব্যয়ে হরগৌরী মন্দিরের উদ্বোধন
বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কান্দি: কান্দি থানার বোলতুলি গ্রামে প্রায় ৫০লক্ষ টাকা খরচে প্রাচীন হরগৌরী মন্দির সংস্কার করলেন বাসিন্দারা। নতুন মন্দিরের উচ্চতা প্রায় ৬০ ফুট। চওড়ায় ৪০ফুট। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার দিনভর নানা অনুষ্ঠান ও যাগযজ্ঞ হয়। ওইদিন নতুন মন্দিরের উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক প্রমুখ।
কথিত আছে, কয়েকশো বছর আগে জঙ্গলে ঘেরা আদিরাপাড়ায় মাঠের দিকে একটি বটগাছের নীচে প্রতিদিন এক গৃহস্থের গাভী দুধ দিয়ে আসত। ফলে গৃহস্থবাড়ির লোকজন দুধ পেতেন না। তাই একদিন ওই গৃহস্থ বটতলায় কোদাল নিয়ে মাটি খোঁড়া শুরু করে। তাতেই সেখানে হরগৌরীর মূল্যবান পাথরের মূর্তি উঠে আসে। ওই মূর্তির অর্ধেক মহেশ্বর, অর্ধেক দুর্গা। এই বিরল মূর্তি এতদিন গ্রামে একটি ছোট আকারের মন্দিরে নিত্যপুজো হয়ে আসছিল। সম্প্রতি মন্দিরটি ভেঙে পড়েছিল। পুরোহিত নীলকণ্ঠ চক্রবর্তী বলেন, এই অমূল্য মূর্তি সংরক্ষণে একটি বড় মন্দিরের প্রয়োজন ছিল। যেটা এতদিনে সম্পূর্ণ হল।
নতুন মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার ভোরে ভাগীরথী থেকে ১০৮টি ঘটে জল ভরে আনা হয়। এরপর এলাকার বাসিন্দারা ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ শোভাযাত্রা করে পুরো এলাকা পরিক্রমা করেন। দিনভর মন্দিরে বিশেষ পুজোর্চনা ও যাগযজ্ঞ চলে। সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বারোঘাটন হয়।
কান্দির বিধায়ক বলেন, ওই গ্রামের মানুষ আমাকে মন্দির উদ্বোধনের সুযোগ দিয়েছেন। সেই জন্য আমি তাঁদের কাছে জীবনভর কৃতজ্ঞ রইলাম। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, একটি প্রাচীন মন্দিরের উদ্বোধনে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এদিনের অনুষ্ঠানে স্থানীয় জেলাপরিষদ সদস্য সারথি হালদার, পুরন্দরপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ওই পঞ্চায়েতের সদস্য অপূর্ব পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। অপূর্ববাবু বলেন, উদ্বোধনের সময় মন্দির কমিটির তরফে গ্রামের শতাধিক বাসিন্দাকে বস্ত্র দেওয়া হয়। তিনজন বিশেষভাবে সক্ষমকে ট্রাইসাইকেল ও একজনকে ডাইনিং টেবিল দেওয়া হয়েছে।