সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম দেবাশিস হাঁসদা। বুদবুদ থানার কেন্দুয়াটিকুরিতে তার বাড়ি। সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে মঙ্গলবার বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক বর্ষা বনশল আগরওয়াল। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিস। মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য কিশোরীকে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গলসি থানা এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। সোমবার দুপুরে কিশোরী বাড়িতে একা ছিল। পরিবারের লোকজন কাজে গিয়েছিলেন। সেই সময় ঘরে এসে দেবাশিস কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর পরিবারের লোকজন বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পারেন। এরপরই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু করেছে থানা।