• দমকলকেন্দ্র পেয়ে খুশি দাঁইহাটবাসী
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: দীর্ঘ অপেক্ষার পর দাঁইহাট শহরে দমকলকেন্দ্র গড়ে ওঠায় খুশি বাসিন্দারা। নতুন দমকলকেন্দ্র গড়তে খরচ হয়েছে ৩ কোটি ৩৬ লক্ষ টাকা। জমিজটের কারণে অনেকদিন ধরেই আটকে ছিল দমকলকেন্দ্র নির্মাণের কাজ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমকলকেন্দ্রটি ভার্চুয়ালি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন প্রমুখ। এদিন দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী দমকলকেন্দ্রটির উদ্বোধন করেন। তিনি বলেন, এতে বহু মানুষ উপকৃত হবেন।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট শহরে দীর্ঘদিন ধরেই একটি দমকলকেন্দ্র গড়ার দাবি ছিল। তা পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এর ফলে শুধুমাত্র শহরবাসীই নয়, দাঁইহাটের পাশ্ববর্তী গ্রামীণ এলাকার মানুষজনও উপকৃত হবেন। পুরসভার দেওয়া ৪৭.০৮ শতক জমির উপর দ্বিতল দমকলকেন্দ্রটি গড়ে উঠেছে। এখন আপাতত একজন অফিসার ও ২১জন কর্মী থাকছেন ওই অফিসে। দমকলের দু’টি গাড়িও থাকছে।

    ২০১৪ সালে প্রথম দাঁইহাট পুরসভার তরফে এলাকায় দমকলকেন্দ্র গড়তে চেয়ে দমকল বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছিল। দমকলকেন্দ্রের জন্য দাঁইহাটের ৩নম্বর ওয়ার্ডে সিনেমা হলের পাশের ট্রেঞ্চিং গ্রাউন্ডে ৪৭.০৮ শতক বা প্রায় দেড় বিঘা জমি ঠিক করে রাখা হয়েছিল। ওই জমি ছিল পুরসভার। ২০১৭ সালে রাজ্য সরকারের অর্থদপ্তর দমকলকেন্দ্র গড়ার জন্য সবুজ সংকেত দেয়। তার জন্য ৪ কোটি ২৪ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।   ২০১৮ সালের আগস্ট মাসে পূর্তদপ্তর থেকে প্রতিনিধিদল জমি পরিদর্শন করে যায়। এরপর প্রকল্পের স্কেচ তৈরি, মাটি পরীক্ষা করা সবই হয়ে যায়। কিন্তু, সরকারিভাবে জমি হস্তান্তর করার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নির্মাণকাজ আটকে ছিল। পুরসভা থেকে ওই জমি নিয়ম মেনে হস্তান্তর করা হয় গত বছর। তারপরই কাজ শুরু হয়ে যায়। এমনিতেই দাঁইহাট শহর এলাকায় জনবসতি ক্রমশই বাড়ছে। শহরের আশপাশের গ্রামীণ এলাকাগুলিও জমজমাট হচ্ছে। অথচ এই এলাকায় কোনও দমকলকেন্দ্র ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কাটোয়া দমকলকেন্দ্রের উপরেই সকলকে নির্ভর করতে হয়। তাই দাঁইহাট শহর এলাকায় দমকলকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার কথা বারবার জানাচ্ছিলেন স্থানীয় মানুষজন। আজ সেই দাবিই পূরণ হল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)