• ভরতপুরে বুড্ডি মায়ের মেলা ঘিরে ব্যাপক উন্মাদনা মানুষের
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: কয়েকবছর পর ফের ভরতপুর গ্রামের বুড্ডি মায়ের মেলা শুরু হতেই উন্মাদনায় ভাসলেন বাসিন্দারা। সন্ধ্যা নামতেই মেলায় উপচে পড়ছে ভিড়। গত রবিবার থেকে মেলা শুরু হয়েছে। চলবে সাতদিন। প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দূর-দূরান্তের গ্রাম থেকে বাসিন্দারা মেলায় এসে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছেন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০১ সাল থেকে এই মেলা শুরু হয়। গ্রামের বাগানপাড়ার বুড্ডি মায়ের মাজার থেকে কিছুটা দূরেই মেলা প্রাঙ্গণ। তবে জায়গার অভাবের জন্য মাঝে কয়েকবছর মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু, এবছর ফের নতুন করে মেলা শুরু হতেই উন্মাদনায় ভাসছেন বাসিন্দারা। গত ৬ বৈশাখ থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে ১২ বৈশাখ পর্যন্ত। প্রতিদিনই সেখানে থাকছে বাউল, কাওয়ালি, মুর্শিদি-ফকিরি গানের আসর। মেলায় ভিড় জমাচ্ছেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। 

    মেলা কমিটির সম্পাদক রওশন শেখ ওরফে বাবু শেখ বলেন, বুড্ডি মায়ের মেলা গ্রামের ঐতিহ্য। সেই মেলা বন্ধ হয়ে যাওয়া উভয় সম্প্রদায়ের মানুষ মেনে নিতে পারছিলেন না। তাই এবছর উভয় সম্প্রদায়ের সহযোগিতায় বড় আকারে মেলা শুরু হয়েছে। বুড্ডি মায়ের মেলা উভয় সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে।

    বুড্ডিমায়ের মাজারে চাদর চড়াচ্ছেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। বহু মানুষ মেলায় ভিড় করছে। মেলা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন খাবারের দোকান, ইলেক্ট্রিক নাগরদোলা, টয়ট্রেন সহ নানা বিনোদনের রাইড। আবার স্টেশনারি, গৃহসামগ্রীর দোকানেও ব্যাপক কেনাকাটা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খাদিম মোশারফ শেখ ওরফে মুসাব শেখ বলেন, বুড্ডি মাকে আমরা কখনও দেখিনি। কিন্তু, মায়ের ক্ষমতা সম্পর্কে অনেকেই অবগত। সারা বছর বহু দূর থেকে মানুষ মাজারে আসেন মানসিক করতে। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)