• ছাত্রীকে গাড়িতে তুলে পালাতে গিয়ে ধৃত
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: এক স্কুলছাত্রীকে জোর করে গাড়িতে তুলে পালানোর সময় গাড়ির চালককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাটি ঘটেছে ন্যাজাট থানা এলাকায়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এক স্কুলছাত্রী বাড়ি ফিরছিল। তখন ওই গাড়িচালক তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে পালানোর সময় আচমকায় গাড়িটি বন্ধ হয়ে যায়। ওই নাবালিকা স্কুল ছাত্রীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর ওই গাড়ি চালককে আটকে রেখে ন্যাজাট থানায় খবর দেওয়া হয়। ন্যাজাট থানার পুলিস ওই ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসে।
  • Link to this news (বর্তমান)