• ২০ কোটি ব্যয়ে বারাকপুর-বারাসত রোড চার লেনে সম্প্রসারিত করছে পূর্তদপ্তর
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের লাইফ লাইন বলে পরিচিত বারাকপুর-বারাসত রোড সম্প্রসারণ করার উদ্যোগ নিল পূর্তদপ্তর। ২০ কোটি টাকা ব্যয়ে ওই দু’লেনের রাস্তা চার লেন করা হচ্ছে। এর মধ্যে বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিস সরানোর জন্য ছ’কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 

    বারাকপুরের ১৫ নম্বর রেলগেটের উপর থাকা উড়ালপুল থেকে ওয়্যারলেস মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা চওড়া করার দাবি দীর্ঘদিনের। নোনা চন্দনপুকুর বাজারের সামনে রাস্তাটি খুবই সরু হয়ে গিয়েছে। এই রাস্তার ধারে রয়েছে স্কুল, বিভিন্ন অফিস, ক্লাব, সুইমিং পুল। অফিস টাইমে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়ায়। শুধুই নোনা চন্দনপুকুর নয়, মসজিদ মোড়, মাঠপাড়া, জাফরপুর মোড় প্রভৃতি ব্যস্ততম জায়গাগুলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী পূর্তমন্ত্রী পুলক রায়ের কাছে ওই রাস্তা সম্প্রসারণের জন্য আবেদন জানান। পূর্তদপ্তর ওই রাস্তা  সমীক্ষা করার পর চার লেন করার ব্যাপারে সম্মতি দিয়েছে। সেইসঙ্গে দু’দিকে ড্রেন করারও পরিকল্পনা রয়েছে। তবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় রাস্তার ধারে ঢাকা ইলেকট্রিক পোল। তা সরাতে গেলে বিদ্যুৎ দপ্তর ৬ কোটি টাকা দাবি করে। অনেক আলোচনার পরে ঠিক হয়েছে, পূর্তদপ্তর ওই টাকা দিয়ে দেবে। বিদ্যুৎ দপ্তর খুঁটিগুলি সরিয়ে নেবে। 

    শুধু বিদ্যুতের খুঁটি নয়, এই ব্যস্ততম রাস্তার নীচে গ্যাসের লাইন, টেলিফোনের লাইন সহ ইউটিলিটি সার্ভিসের বিভিন্ন সামগ্রী রয়েছে। সবই সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নোনা চন্দনপুকুর বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এই রাস্তা সম্প্রসারিত হলে সাধারণ মানুষের খুবই উপকার হবে। বাজারের সময় এত ভিড় হয় এই রাস্তায় যান চলাচল থমকে যায়। সরকার অত্যন্ত ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই চার লেন করার কাজ শুরু হবে। মাঝখানে থাকবে ডিভাইডার। কিছুদিনের মধ্যেই একেবারে বদলে যাবে বারাকপুর বারাসত রোড। আগামী বিধানসভা ভোটের আগেই এই রাস্তার কাজ শেষ করতে চায় রাজ্য। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)