• দুই কলেজ ছাত্রীকে নির্যাতন, সিট গড়ল কলকাতা হাইকোর্ট
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় মেদিনীপুর কলেজের দুই ছাত্রীকে থানায় নির্যাতনের ঘটনার তদন্তে ‘সিট’ গঠন করল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, বিশেষ তদন্তকারী দল বা সিটের নেতৃত্বে থাকবেন আইপিএস অফিসার মুরলীধর শর্মা। এর আগে এই মামলায় পুরো বিষয়টি খতিয়ে দেখে মুরলীধরকেই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তিনি যে রিপোর্ট দেন তাতে সন্তোষ প্রকাশ করে আদালত। তাই এবার সিটেরও দায়িত্ব তাঁকেই দেওয়া হল। 

    হাইকোর্টের পর্যবেক্ষণ, সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্ট যে, এক ছাত্রীর চুলের মুঠি ধরেছিল পুলিস। অভিযুক্ত পুলিস কর্মী কুহেলি সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। বিচারপতি তাঁর নির্দেশে জানান, গোটা ঘটনার বিচার চলবে মেদিনীপুর মানবাধিকার আদালতে। ক্ষতিপূরণসহ মামলার বাকি আবেদন পরবর্তী শুনানিতে বিবেচনা করা হবে। এর আগে এই ঘটনায় থানার পূর্ণাঙ্গ সিসি ক্যামেরা ফুটেজ ও কেস ডায়েরি তলব করেন বিচারপতি ঘোষ। সেসব দেখে তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এবার সেই ঘটনায় সিট গড়েই তদন্তের নির্দেশ দেওয়া হল। 
  • Link to this news (বর্তমান)