যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারাদের একাংশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের একবার শিক্ষক শিক্ষিকাদের নিশ্চিন্তে কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বেতন নিয়ে কোনও দুশ্চিন্তার প্রয়োজন নেই। যাঁরা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে তাঁরা বেতন দেবে না। সরকার শিক্ষকদের বেতন দেবে। তিনি আরও জানিয়েছেন, যোগ্য–অযোগ্যদের তালিকা নিয়ে চাকরিহারাদের ভাবতে হবে না। তাঁরা যেন নিজেদের চাকরি ও বেতন নিয়ে ভাবেন।
মঙ্গলবার দুপুরে মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে আন্দোলনরত চাকরিহারাদের কাছে মমতা অনুরোধ করেন, তাঁরা যেন গরমে বসে না থাকেন। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তাঁদের চাকরি গিয়েছিল। বেতন বন্ধ হয়েছিল। রাজ্য রিভিউ পিটিশন করায় ফের বেতন পাবেন চাকরিহারারা। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে মমতা জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। প্রয়োজন পড়লে ফের রিভিউ করা হবে। এ দিন ফের রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার জন্য বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যাঁরা চাকরি ফিরিয়ে দিয়েছেন, তাঁদের উপর ভরসা রাখুন। যাঁরা চাকরি কেড়ে নিচ্ছেন, তাঁদের উপর ভরসা রাখবেন না।’