‘এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালত অবমাননা হয়’, অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। সেখানেই শিক্ষামন্ত্রী চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা রিভিউ পিটিশন করছি। তাই এমন কোনও কিছু করা উচিত নয় যা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়। আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি উপযুক্ত শিক্ষকদের।’
এদিকে যোগ্যদের নামের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কারা যোগ্য সেই তালিকা পৌঁছেছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের হাতে। তবে এই তালিকা প্রকাশ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ব্রাত্য বসু।
ব্রাত্য এদিন বলেন, ‘যোগ্য-অযোগ্য আপনারা বলছেন। আমরা নির্ধারণ করতে পারি না।’ এসএসসি অফিসের সামনে বিক্ষোভের মাঝে এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, ‘১৭ হাজার ২০৬ জনের তালিকা দেওয়া আছে। আমাদের কাজ আমাদের করতে দিন। আগেই বলেছিলাম, আমরা যা করব, আইনি পরামর্শ নিয়ে করব। সব পদক্ষেপ সেই আইনি পরামর্শ নিয়েই করা হচ্ছে।’
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, শিক্ষকরা যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান তাতে ব্রাত্য বসু রাজি। সপ্তাহ দুয়েক আগে বিকাশ ভবনে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতিতে চাকরিহারা শিক্ষকরা বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেই বৈঠক শেষে শিক্ষকরা জানিয়েছিলেন, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ হবে ২১ তারিখ। যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, আইনি পরামর্শ নিয়ে দুই সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে।
সেই মতো এসএসসিকে চাপ দিতে সোমবার সল্টলেকের আচার্য সদনের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। তবে সারাদিন কেটে গেলেও কোনও তালিকা এসএসসি-র তরফে প্রকাশ করা হয়নি। এদিকে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় অন্দোলনকারী শিক্ষকরা।