• মে-র শুরুতে মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২৩ এপ্রিল ২০২৫
  • মে মাসের শুরুর দিকে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে তিনি নিজেই এই কথা জানিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তির পিছনে যাঁরা রয়েছেন তাঁদের চক্রান্ত ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

    মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের প্রশাসনিক সভায় উপস্থিত হয়ে ফের একবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে মে মাসের শুরুর দিকে তিনি মুর্শিদাবাদে যাবেন। এছাড়াও হিংসায় যাঁদের ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের সকলকে সাহায্য করবে রাজ্য সরকার। প্রয়োজন পড়লে মৃতের পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্বভারও নিতে পারে সরকার। মমতার অভিযোগ, মুর্শিদাবাদের অশান্তির পিছনে গভীর চক্রান্ত রয়েছে, যা তিনি ফাঁস করবেন।

    মুর্শিদাবাদের অশান্তির ঘটনাকে প্রথমেই ‘দুঃখজনক’ বলে ব্যাখ্যা করেছেন মমতা। তিনি জানিয়েছেন, বহিরাগতরা কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে এই অশান্তি করেছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। দলের সাংসদরা মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রয়োজন পড়লে পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)