কাশ্মীরে জঙ্গিহানায় নিহত বিতান অধিকারী। ফ্লোরিডাবাসী বিতানের বাড়ি বৈষ্ণবঘাটায়। বিদেশ থেকে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। আজ জঙ্গিদের গুলিতে নিহত।
খবর পেয়ে তাঁর বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে কথা বলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস জঙ্গি হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'।
কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিধান অধিকারী কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। শোনা যায় উনি টিসিএসে কর্মরত ছিলেন। স্ত্রী সোহিনী অধিকারী এবং পুত্র হৃদান অধিকারী, বৈষ্ণবঘাটায় দু'বছর হলো থাকতেন। গত ৮ তারিখ তিনি দেশে ফিরেছেন। স্ত্রী ও পুত্রকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। তখনও জানতেন না এই মর্মান্তিক পরিণতির কথা। নিহত বিতানের স্ত্রী এবং পুত্র এখন পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পে রয়েছেন। তাদেরকে কাল শ্রীনগরে পাঠানো হবে। সেখান থেকে কলকাতায় বিতানের মরদেহ পাঠানো হবে।