• আন্দোলনে কার্যত অবরুদ্ধ পথঘাট, বিপাকে সল্টলেকের বাসিন্দারা
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৫
  • এই সময়: সল্টলেকের ইই ব্লকে এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। সেখান থেকেই ঢিলছোড়া দূরত্বে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। এই জোড়া আন্দোলনের জেরে প্রবল সমস্যার মুখে পড়েছেন সল্টলেকের বেশ কয়েকটি ব্লকের বাসিন্দারা।

    পাশাপাশি কর্মসূত্রে উপনগরীতে যাওয়া সরকারি–বেসরকারি সংস্থার কর্মী এবং বিভিন্ন কলেজের পড়ুয়ারাও বড়সড় সমস্যায় পড়েছেন। কারণ, এই আন্দোলনের জেরে সোমবার দুপুর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে করুণাময়ী থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তা। বাড়ির সামনের রাস্তায় চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা বসে পড়ায় বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে ইই ও ডিএল ব্লকের বাসিন্দাদের। তাঁরা গাড়ি পর্যন্ত বের করতে পারছেন না।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতেই ডিএল এবং ইই ব্লকের কয়েকজন প্রবীণ বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন, এই আন্দোলনের জেরে বাড়ির ছোটরা পড়তে পর্যন্ত যেতে পারছে না। সকাল–সন্ধে হাঁটাও বন্ধ হয়ে গিয়েছে অনেকের।

    ডিএল ব্লকের প্রবীণ বাসিন্দা অমিয় চৌধুরী বলেন, ‘শুধু করুণময়ী থেকে সেক্টর ফাইভে যাওয়ার রাস্তাই নয়। অলিগলির সব রাস্তাতেই পুলিশের গাড়ি এবং আন্দোলনকারীরা বসে রয়েছেন। পরিস্থিতি এমন যে, হঠাৎ করে কোথাও আগুন লাগলে দমকল পর্যন্ত ঢুকতে পারবে কি না সন্দেহ। ইই ব্ল‍ক এবং ডিএল ব্লকের বড় অংশ অবরুদ্ধ।’

    রাস্তা বন্ধ থাকার জন্য এ দিন সেক্টর ফাইভ থেকে করুণাময়ী রুটে অটো সে ভাবে চলেনি। ডিএল ব্লকের বাসিন্দা, সেক্টর ফাইভের একটি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেন, ‘অটো না চলায় হেঁটে বাড়ি ফিরেছি। জানি না কতদিন এ ভাবে রাস্তা বন্ধ থাকবে। আন্দোলন হোক, তবে রাস্তা ছেড়ে আন্দোলন চললে প্রত্যেকেরই মঙ্গল।’

    অন্য দিকে, করুণাময়ী মোড়ে বিক্ষোভের জেরে হঠাৎ করেই ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে উল্টোডাঙা–করুণাময়ী রুটের অটো চালকদের একাংশের বিরুদ্ধে। করুণাময়ী থেকে উ‍ল্টোডাঙা রুটের ভাড়া ২০ টাকা। অভিযোগ, সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। অনন্ত সাহা নামে সেক্টর ফাইভে কর্মরত বেসরকারি সংস্থার এক কর্মী বলেন, ‘আমার মতো অনেককেই অতিরিক্ত ভাড়া দিয়ে করুণাময়ী আসতে হয়েছে। আন্দোলনের নামে যে যা পারছেন, ভাড়া চাইছেন।’

    বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তা বলেন, ‘করুণাময়ী থেকে সেক্টর ফাইভ যাওয়ার রাস্তা আন্দোলনের কারণে বন্ধ রাখতে হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে, ইই এবং ডিএল ব্লকের বাসিন্দাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়েছে। বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখে আমরা একাধিকবার আন্দোলনকারীদের জানিয়েছে, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন। এ ভাবে রাস্তা আটকে রাখা ঠিক হচ্ছে না।’

  • Link to this news (এই সময়)